বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দিনাজপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বিশেষ সভা  

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বিশেষ সভা  

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১২ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিনাজপুর জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক শাকিল আহমেদ। 

বিশেষ সভায় দেশের বর্তমান বাজার পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণ, বাজারমূল্য স্থিতিশীল রাখতে সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ, পণ্যেরমূল্য স্থিতিশীল রাখতে আমাদের করণীয়, বাজারমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন-দিনাজপুর কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ এবং দিনাজপুর জেলার বর্তমান বাজার পরিস্থিতি বিষয়সহ মোট ৬টি বিষয়ের উপর আলোচনা  অনুষ্ঠিত হয়। 

সভায় সম্মানীত অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান প্রমুখ।  

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুর-এ-আলমের উপস্থাপনায় মুক্ত আলোচনায় অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সহ-সভাপতি জর্জিস আনাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ। 
 
টিএইচ